Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

এক নজরে

 (১) একনজরে খুলনা জেলাঃ

খুলনা জেলায় জানুয়ারি ২০১৮ পর্যন্ত মোট চালু নলকূপের সংখ্যা ২৭৭৪০ টি। এর মধ্যে গভীর নলকূপ ১৩১৮৮ টি, অগভীর ১১১২৮ টি, পি এস এফ ৮ টি, ভি এস এস টি ১৯৮ টি, এস এস টি ১৩৩৮ টি, রেইন ওয়াটার হারভেস্টিং ১৮৮০ টি। এছাড়া সরকারী প্রাথমিক বিদ্যালয়য়ে গভীর নলকূপ ৩২১ টি স্থাপন করা হয়েছে । সরকারী প্রাথমিক বিদ্যালয়য়ে উন্নত স্যানিটেশন এর জন্য ওয়াশ ব্লক ২২৭ টি স্থাপন করা হয়েছে। এছাড়া স্যানিটেশন বাবস্থা উন্নয়নের লক্ষ্যেঅদ্যবধি বিনামূল্যে ৯০০ টি ল্যাট্রিন সেট বিতরণ, স্বল্পমূল্যের ১০০০ টি ল্যাট্রিন স্থাপন, ১০ টি কমউনিটি ল্যাট্রিন ও ১ টি পাবলিক টয়লেট স্থাপন করা হয়েছে। এছাড়া জেলা অফিস ও প্রতিটি উপজেলায় বিনামূল্যে ফিল্ড কিটের মাধ্যমে পানি পরীক্ষা এবং হাইজিন শিক্ষা প্রদান করা হয়। আঞ্চলিক পানি পরিক্ষাগার ফি প্রদানের মাধ্যমে পানি পরীক্ষা হয়।এছাড়া প্রশাসনের সহযোগিতায় প্রতি বছর জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর জাতীয়ভাবে স্যানিটেশন মাস উদযাপন করে থাকে।

 

(২) শিক্ষা প্রতিষ্ঠানঃ

৩য় প্রাথমিক শিক্ষা উন্নয়ন কর্মসূচি (PEDP-3) এর আওতায় গভীর নলকূপ ৩২১ টি গভীর নলকূপ ও ২২৭ টি ওয়াশ ব্লক স্থাপন করা হয়েছে। এছাড়া ১০ টি ওয়াশ ব্লক স্থাপনের কাজ চলমান। এছাড়া দাকোপ উপাজেলায় মাধ্যমিক বিদ্যালয়ে মেয়েদের জন্য হাইজিন কর্নার সহ ৭ টি ওয়াশ ব্লক নির্মাণ করা হয়েছে।